ঢাকা, ৩০ এপ্রিল- তরতর করে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। না, বলা দরকার ছেলেদের ক্রিকেট। সেটা কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের জাদুর ছোঁয়াতেই হোক আর মাশরাফির অতুলনীয় নেতৃত্বগুণেই হোক। পাশাপাশি বেড়েছে ক্রিকেটারদের বেতন-ভাতা। বেড়েছে বিসিবির আয়। আইসিসি থেকেও নতুন আইনে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে বিসিবি। ৭ কোটি ৬০ লাখ থেকে একেবার ১৩ কোটি ২০ লাখ ডলার! কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী ক্রিকেটারদের ম্যাচ ফির অংক শুনলে লজ্জায় লাল হওয়া ছাড়া উপায় থাকবে না! আমাদের সালমা, রুমানারা জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রতি ম্যাচে মাত্র ৬০০ টাকা করে ম্যাচ ফি পাবেন! যেখনে পুরুষ ক্রিকেটাররা জাতীয় লিগে প্রথম স্তরে ২৫ হাজার টাকা ম্যাচ ফি পেয়ে থাকেন। দ্বিতীয় স্তরে পান ২০ হাজার। বিসিএলে ম্যাচ ফি ৫০ হাজার টাকা। ছেলেদের জাতীয় লিগের মত বড় না হলেও মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপ তো একদিনের ম্যাচ। তার পরও এত কম ফি নিয়ে খেলবেন মেয়েরা? আগামী ১৬ মে থেকে ৮টি বিভাগীয় দলকে নিয়ে কক্সবাজারে শুরু হবে মেয়েদের এই টুর্নামেন্ট। সেখানে এই ৬০০ টাকা ফি নিয়েই খেলতে হবে তাদের! কিন্তু মেয়েদের ফি কেন এত কম? এর একটা গালভরা অজুহাত আছে বিসিবির। মেয়েদের ক্রিকেটের জন্য নাকি স্পন্সর পাওয়া যায় না। ছেলেদের ন্যাশনাল টিমের স্পন্সর স্বত্ব থেকে কোটি কোটি টাকা আসছে। কিন্তু মেয়েদের আলাদা স্পন্সর আসছে না। সেক্ষেত্রে ছেলেদের সঙ্গে মেয়েদের চুক্তি একত্রিত করা হচ্ছে। বিষয়টা এমন নয় যে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে প্রচুর স্পন্সর পেয়ে থাকে মেয়েদের ক্রিকেট। সবখানেই মেয়েদের স্পন্সর কম। কিন্তু তাই বলে ৬০০ টাকায় প্রতি ম্যাচ খেলতে হবে মেয়েদের? দেশের ক্রিকেটের এই উৎকর্ষের সময়ে এমন বৈষম্য সত্যিই লজ্জাজনক! আর/১০:১৪/৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oMIPaB
May 01, 2017 at 05:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top