২০৩০-এর মধ্যে সব গাড়ি চলবে বিদ্যুতে

নয়াদিল্লি, ৩০ এপ্রিলঃ জ্বালানি সমস্যা থেকে মুক্তি পেতে সারা দেশে বৈদ্যুতিন গাড়ি চালানোর ইঙ্গিত দিল কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, ২০৩০-এর মধ্যে দেশের সমস্ত গাড়ি চলবে বিদ্যুতে। বিক্রি হবে না কোনো পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি। বণিক সংগঠন সিআইআই-এর বার্ষিক সভায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিদ্যুতে চলা গাড়িগুলি যাতে স্বনির্ভর হয়ে ওঠে, তার জন্য প্রথম দু-তিন বছর কেন্দ্রীয় সরকার এই গাড়ি শিল্পকে সাহায্য করবে। এদিন তিনি জানান, পেট্রোল ও ডিজেলের গাড়ি পুরোপুরি বন্ধ করে বৈদ্যুতিন গাড়ি চালালে জ্বালানি আমদানি এবং গাড়ি চালানোর খরচা- দুটোই কমবে। পীযুষ গোয়েল বলেন, কেন্দ্র ভারি শিল্পমন্ত্রক এবং নীতিআয়োগ বৈদ্যুতিন গাড়িগুলি চালানোর ব্যপারে নীতি নির্ধারণের কাজ করছে। মানুষ যখন বৈদ্যুতিন গাড়ির সুবিধা বুঝবে তখন অন্য কোনো বিকল্প পছন্দ করবে না। উজ্জ্বলা প্রকল্পের মতো বৈদ্যুতিন গাড়ি শিল্পকেও স্বনির্ভর করে তোলার ইঙ্গিত দেন তিনি। প্রসঙ্গত, পেট্রোপণ্যের সংকটে সারা বিশ্বের নজর এখন বিকল্প শক্তির দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একাধিকবার সৌরশক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2pLDqAx

April 30, 2017 at 11:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top