স্বামীর মৃত্যুর খবর ব্রেকিং নিউজে পড়লেন তিনি

kiaএমন ঘটনা সত্যিই বিরল এবং অত্যন্ত দুঃখজনক, যা ভাষায় ব্যক্ত করাও বেশ কঠিন৷ আর এমনই এক মর্মান্তিক ঘটনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেলেন ছত্তিশগঢ়ের এক টিভি অ্যাঙ্কার৷ অ্যাঙ্কার সুপ্রীত কাউর সড়ক দুর্ঘটনায় নিজেরই স্বামীর মৃত্যুর ব্রেকিং নিউজ দিলেন লাইভ নিউজ বুলেটিনে৷

ছত্তিশগঢ়ের একটি জনপ্রিয় বেসরকারি চ্যানেলের অ্যাঙ্কার এই সুপ্রীত কউর৷ শনিবার সকালে লাইভ নিউজ বুলেটিন চলাকালীন রিপোর্টার ফোনে যাবতীয় তথ্য দেন এই রোড অ্যাকসিডেন্টের বিষয়ে৷ রিপোর্টার না বুঝলেও, ঘটনার বিবরণ শুনে সুপ্রীতের মনে হয়, এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মধ্যে তাঁর স্বামীই হয়তো রয়েছেন৷ কিন্তু লাইভ নিউজ চলাকালীন তিনি একজন পেশাদার অ্যাঙ্কারের মতোই ঘটনার বিবরণ দর্শকদের দেন৷ স্টুডিও থেকে বেরনোর পর তিনি আত্মীয়দের ফোন করতে থাকেন৷ পরে তাঁর আশঙ্কা যখন সত্যি হয় তখন কান্নায় ভেঙে পড়েন তিনি৷ অফিস থেকে রওনা দেন দুর্ঘটনাস্থলে৷

২৮বছর বয়সী সুপ্রীতের মাত্র এক বছর আগেই বিয়ে হয়েছিল হর্ষদ কাওয়াড়ের সঙ্গে৷ তাঁরা রায়পুরে থাকতেন৷

চ্যানেল এডিটর জানান, সুপ্রীতের স্বামীর মৃত্যুর খবর তাঁদের কাছে আসে যখন সুপ্রীত লাইভ নিউজ বুলেটিনে ছিলেন, কিন্তু তাঁকে তাঁর স্বামীর মৃত্যুর খবর দেওয়ার মতো সাহস বা মনের জোর কারোরই ছিল না৷ কিন্তু সুপ্রীত তা লাইভ চলাকালীনই হয়তো বুঝতে পেরেছিলেন বলে মত অনেকেরই৷ কিন্তু পেশাদার অ্যাঙ্কারের মতো তাঁর আচরণ যেন এমন পরিস্থিতিতে এক নজির সৃষ্টি করেছে৷



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oalnk3

April 08, 2017 at 10:49PM
08 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top