ইন্দোর, ৮ এপ্রিলঃ পুনের হয়ে ব্যাট ধরে লড়াইয়ের ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গ-অধিনায়ক মনোজ তিওয়ারি। যদিও তা ঢাকা পড়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের বিস্ফোরক ও দায়িত্বশীল অধিনায়কোচিত ইনিংসে। নিটফল, ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে পুনে বধ সেরে নিল ঋদ্ধিমানদের কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে ব্যাট করে মনোজের ২৩ বলে অপরাজিত ৪০ এবং বেন স্টোকসের ৫০-এ ভর করে ১৬৩ রান তোলে রাইজিং পুনে সুপার জায়ান্টেরা। জবাবে টপঅর্ডারের ছোটোছোটো ইনিংসগুলিতে তৈরি ভিতে চেনা ম্যাক্সওয়েল-মাদকতা। অশোক দিন্দা, ইমরান তাহিররা চেষ্টা চালিয়েও যা থামাতে পারেননি।
টসে জিতে হোলকার স্টেডিয়ামে পুনেকে ব্যাট করতে পাঠান কিংসদের অধিনায়ক ম্যাক্সওয়েল। প্রথম ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে (০) হারায় স্মিথের পুনে। বেন স্টোকস (৫০) ও মনোজ (অপরাজিত ৪০) বাদে বাকিরাও ব্যর্থতার দলে নাম লেখানোয় পুনের স্কোরবোর্ড গতিমন্থরতায় ভুগতে থাকে প্রথম থেকেই। মুম্বই ম্যাচের নায়ক স্টিভেন স্মিথ ২৬ রানের বেশি এগোতে পারেননি। রান পাননি মহেন্দ্র সিং ধোনিও (৫)। ম্যাচ উইনার ও ম্যাচ ফিনিশার-দুই বিগগানকে ১২ওভারের মধ্যে হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে মনোজ প্রশংসনীয় চেষ্টা চালান। ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো চল্লিশের ইনিংসে দলকে দেড়শো পার করে দেন। গত নিলামের সর্বোচ্চ সাড়ে চোদ্দ কোটি টাকার স্টোকস করেন ৫০।
১৬৩, আইপিএলের বাইশ গজে আহামরি স্কোর নয়। কিংস ইলেভেন টপঅর্ডার সেটাই বোঝাল। বড়োসড়ো ইনিংস নয়, হাসিম আমলা (২৮), মানন ভোরা (১৪), ঋদ্ধিমান সাহা (১৪), অক্ষর প্যাটেল (২৪)-দের ইনিংসগুলি দিন্দাদের প্রাথমিক দাপটকে দমিয়ে দেয়। ৮৫/৪। বাকি কাজটা সেরে দেন মিলার-ম্যাক্সওয়েল জুটি।
from Uttarbanga Sambad http://ift.tt/2oazrKp
April 08, 2017 at 10:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.