মুম্বাই, ১৮ এপ্রিল- ক্রিকেট মাঠ হোক বা রাজনীতির মাঠ ভারত-পাকিস্তান বরাবরই চির প্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান একে অপরের শত্রুর চোখে দেখে এ কথা ওপেন সিক্রেট। কিন্তু সেই শত্রু দেশের বিদায়ী ক্রিকেটারের জন্যই উপহার পাঠাচ্ছে বিরাট কোহলিরা। বিরাট কোহলি সহ ভারতের সকল ক্রিকেটারা বিদায়ী উপহার হিসাবে শত্রু দেশের বিদায়ী ক্রিকেটারের জন্য বিশেষ সম্মান ও উপহার পাঠাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২১ বছর পরে ক্রিকেটে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকবারই ভারতের মুখোমুখি হয়েছেন আফ্রিদি। মাঠে ভারতীয়দের কাছে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে আফ্রিদিকে বেশ সম্মান করেন তারা। সেই সম্মান থেকেই এবার আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ে উপহার পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় রান মেশিন ও অধিনায়ক কোহলির একটি জার্সিতে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররা স্বাক্ষর করেছেন। সেই জার্সিটিই পাঠিয়ে দেওয়া হবে আফ্রিদিকে। সেখানে লেখা আছে, আপনার বিপক্ষে খেলা সব সবসময়ই আনন্দের। পাকিস্তানের এক ক্রীড়া সংবাদিক নিজের ভেরিফাইড টুইটারে সেই জার্সির ছবিও শেয়ার করে জানিয়ে দিয়েছেন। আর/১২:১৪/১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nVTpvg
April 18, 2017 at 06:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন