দুবাই, ১৮ এপ্রিল- এপ্রিলের শেষ সপ্তাহে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ একটি সভা রয়েছে দুবাইয়ে। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর তিন মোড়লের আধিপত্য কমিয়ে যে আর্থিক সংস্কার প্রস্তাব রেখেছেন, সেটাই পাস হওয়ার কথা পরবর্তী ওই মিটিংয়ে। সেখানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রতিনিধি হয়ে যেতে চেয়েছিলেন নারায়নস্বামী শ্রীনিবাসন। কিন্তু তাকে আটকে দিল ভারতীয় সুপ্রিম কোর্ট। আইসিসির ওই সভায় বিসিসিআই-এর প্রতিনিধি হিসেবে শ্রীনিবাসনকে নিষিদ্ধ করে সোমবার নির্দেশনা দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। উক্ত সভায় বোর্ড প্রতিনিধি হিসেবে বিসিসিআই-এর ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ রেজা ও বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরিকে থাকতে নির্দেশনা দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এদিন শ্রীনির সততা ও বিশ্বাযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ বিচারপতি দীপক মিশ্র বলেছেন, শ্রীনিবাসন আগেই স্পট ফিক্সিং কান্ডে আগেই দোষি সাব্যস্ত হয়েছেন৷ স্বাভাবিক ভাবেই আইসিসির এই সভায় তিনি অংশ নিতে পারবেন না। অমিতাভ চোধুরি ও রাহুল জোহরি এই সভায় বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করবেন৷ এর আগে ভারতের সর্বোচ্চ আদালতের অনুমতি না থাকা সত্ত্বেও সাধারণ সভায় যোগ দিয়েছিলেন বিতর্কিত ও অপসারিত সাবেক সভাপতি এন শ্রীনিবাসন। ওই সভার মূল এজেন্ডা ছিল আইসিসির জন্য ভারতীয় বোর্ডের প্রতিনিধি নির্বাচন করা। সেখানে কয়েকজন পরিচালক শ্রীনির নাম উত্থাপনও করেন। কিন্তু জটিলতা এড়াতে বিসিসিআই-এর সেই সভা বাতিল করা হয়। এর পর সেখানে হস্তক্ষেপ করে ভারতীয় সুপ্রিম কোর্ট। দেশটির উচ্চ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত শ্রীনিবাসন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দায়ে দোষী থাকবেন ততদিন তিনি বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করতে পারবেন না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া আর/১২:১৪/১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2on8p0C
April 18, 2017 at 06:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন