যুক্তরাষ্ট্রে সর্বশেষ বিশ্বকাপ বসেছিল ১৯৯৪ সালে। এর পর আবার তারা ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের জোর দাবি জানিয়েছিল। কিন্তু সেবার তারা কাতারের কাছে হেরে যায়। তবে যুক্তরাষ্ট্র পিছু হটেনি, এখন তারা চেষ্টা করছে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য। অবশ্য এবার তারা একা নয়, সঙ্গে নিয়েছে কাডানা ও মেক্সিকোকে। অচিরেই এ ঘোষণা দেবে তারা। আগামী মে মাসে বাহরাইনে বসছে ফিফার পরবর্তী কাউন্সিল অধিবেশন। সে সভায় ঠিক হতে পারে ২০২৬ সালের বিশ্বকাপে কয়টি দল অংশ নেবে। তবে আয়োজক দেশ ঠিক হতে আরো কিছুদিন সময় লাগবে। কানাডা এখনো বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে না পারলেও মেক্সিকো এরই মধ্যে দুবার আয়োজন করে ফেলেছে ১৯৭০ ও ১৯৮৬ সালে। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দেশ নিয়ে আয়োজনের পরিকল্পনাও নিয়েছে ফিফা। এর মধ্যে ইউরোপ থেকে ১৬টি, আফ্রিকার নয়টি, এশিয়ার আটটি, দক্ষিণ আমেরিকার ছয়টি, কনকাকাফের ছয়টি ও ওশেনিয়ার একটি দলের প্রস্তাব রাখা হয়েছে। স্বাগতিক দেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। তাই যে দেশে বিশ্বকাপ হবে, সে অঞ্চল থেকে একটি দল কমবে। বর্তমানে ইউরোপের ১৩, আফ্রিকার পাঁচটি, এশিয়া ও দক্ষিণ আমেরিকার চারটি ও কনকাকাফ অঞ্চল থেকে তিনটি দল বাছাইপর্ব থেকে সরাসরি মূল পর্বে খেলে থাকে। ২০২৬ সালের বিশ্বকাপের ভেন্যু এখনো ঠিক না হলেও অবশ্য ২০১৮ বিশ্বকাপ রাশিয়ায় ও ২০২২ বিশ্বকাপ কাতারে হবে। অবশ্য এ দুটি আসরে ৩২টি করে দল অংশ নেবে। আর/১২:১৪/১০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oTsxf3
April 10, 2017 at 06:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন