কলকাতা, ১০ এপ্রিল- বিগ বস বাংলার দ্বিতীয় সিজনে বাড়ির অন্যতম দুই সদস্য ছিলেন ঋ আর মৈনাক। এর পর আবারো তারা একসঙ্গে হতে চলেছেন। এবার তারা স্বামী-স্ত্রী। কালার্স বাংলাদেই দেখা যাবে তাদের। এদের নতুন শো রূপকথা৷ মোহিনী আর দেবরাজের ভূমিকায় অভিনয় করবেন দুজন। ভালোর বিরুদ্ধে খারাপের লড়াইয়ের গল্প বলবে এই নতুন মেগা ধারাবাহিক। কাহিনী কাল্পনিক। রূপনগরের রাজা নিজের ছেলের বদলে জামাইকে পরবর্তী রাজা হিসেবে রাজ্যপাট দিয়ে যেতে চায়। সেটা রাজপুত্র দেবরাজ মেনে নিলেও তার বউ মোহিনী মানতে পারে না। কারণ তার মধ্যে এক অশুভ শক্তি ভর করে। যার ফলস্বরূপ সে বর্তমান রানির সন্তানকে মেরে ফেলার চক্রান্ত করে। যদিও তার পুরো অভিযোগ গিয়ে পরবে দেবরাজের ওপর। গল্পের শুরু এখান থেকেই। হাজার বছর আগের পুরনো এক গল্প নিয়ে তৈরি হচ্ছে রূপকথা৷ দাবি ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টর সৌমিক চট্টোপাধ্যায়ের৷ হঠাৎ ঋ আর মৈনাক কেন? আমরা ধারাবাহিকে অন্যরকম ফ্লেভার দিতে চেয়েছি৷ তাই এমন দুটো মুখ্য চরিত্রের জন্য একটু অন্য রকম অভিনেতা খুঁজছিলাম। তখনই মনে হয় এই চরিত্রের জন্য এরা দুজনই সেরা পছন্দ, উত্তর সৌমিকের। এনটি ওয়ান স্টুডিওতে সেট তৈরি হয়েছে। মে মাসের শুরুতে দর্শক ঋ আর মৈনাককে নতুন রূপে দেখতে পাবেন। সূত্র: এই সময় আর/১২:১৪/১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2phRkWM
April 10, 2017 at 06:50AM
10 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top