ঢাকা: নাইজেরিয়ায় সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত এক সেনা এবং তিন পুলিশ নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় গোলযোগপূর্ণ ইয়োবি প্রদেশে এ সংঘর্ষ হয়েছে।
ইয়োবির রাজধানী দামাতুরুতে এ সংঘর্ষ ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানানো হয় নি। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। অবশ্য এ বিষয়ে মন্তব্য করার জন্য তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনীর কাউকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, পুলিশের একটি ভ্রাম্যমাণ বহরে সাদা পোশাকের এক সেনা কর্মকর্তার গাড়ি দিয়ে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
এ ঘটনার পর সেনা কর্মকর্তাকে মারপিট করা হয়। পরে সেনারা ওই থানায় হামলা করে এবং ভ্রাম্যমাণ পুলিশ বহরের প্রধানকে ধরে নিয়ে যায়। এতে পুলিশরা ক্ষুব্ধ হয়ে উঠে এবং সেনা ঘাঁটিতে হামলা করে তাদের প্রধানকে ছাড়িয়ে আনার চেষ্টা করে।
এ সময়ে গুলি বিনিময়ে এক সেনা ও পুলিশ ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে আহত দুই পুলিশ পরে মারা যায়।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2p0DMCU
April 13, 2017 at 08:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন