শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ রাস্তা সম্প্রসারণের জন্য সম্প্রতি শুরু হয়েছে ৩১ নম্বর জাতীয় সড়কের দুধারের গাছ কাটর কাজ। শিলিগুড়ির জলপাইমোড় থেকে তিনবাত্তি মোড় পর্যন্ত ইতিমধ্যেই কাটা পড়েছে ১০টার বেশি প্রচীন গাছ। এদের মধ্যে কোনোটি আবার ১০০-১৫০ বছরেরও বেশি পুরনো। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে গাছ কাটার কাজ। এর বিরুদ্ধে সোচ্চার শহরের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবি সকলেই। বৃহস্পতিবার এর প্রতিবাদে পথে নামল ‘ন্যায়ের জন্য আমরা’ নামে একটি সংগঠন। জলপাইমোড়ে কাটা গাছের সামনে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। এরপর একটি মিছিল করে যাওয়া হয় তিনবাত্তি মোড় পর্যন্ত। কাটা পড়া সমস্ত গাছের সামনেই মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2paHvNV
April 13, 2017 at 08:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন