কিষানগঞ্জ, ২৬ এপ্রিলঃ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন এবং শুল্ক বিভাগের শিলিগুড়ি শাখার তত্পরতায় ডি কে সিংয়ের নেতৃত্বে একটি বাহিনী চোরাচালানকারীদের ধরতে কিশনগঞ্জে পাড়ি দেয়। বুধবার সকাল থেকেই কিষানগঞ্জে শিলিগুড়ি রোডে ওৎ পেতে থাকে এই দলটি। অষ্টধাতু নির্মিত একটি বিগ্রহ সহ বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা পুলকিত ঋষি নামে এক ব্যক্তিকে আটক করে দলটি। জানা যায় ওই ব্যক্তি নেপালে কোনো ব্যক্তির কাছে ভালো লাভের আশায় চোরাপথে নিয়ে যাচ্ছিল বিগ্রহটি। অষ্টধাতুর এই বিগ্রহ উচ্চতায় ৫৪ সেমি এবং চওড়ায় ২৩ সেমি। ওজন ২৪.০৭ কেজি। এই বিগ্রহের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
from Uttarbanga Sambad http://ift.tt/2p44AkF
April 26, 2017 at 08:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.