মাওবাদী হামলার জের, জঙ্গলমহলে জারি রেড অ্যালার্ট

ঝাড়গ্রাম, ২৫ এপ্রিলঃ মাওবাদী হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরই রাজ্যের মাও অধ্যুষিত এলাকায় জারি করা হল রেড অ্যালার্ট। সীমান্ত এলাকাগুলিতে চলছে কড়া তল্লাশি। সিল করে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্ত।

উল্লেখ্যে, বুরকাপাল জঙ্গলে তল্লাশি চালানোর সময় সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা। শহিদ হন ২৫ জন জওয়ান। মৃত্যু হয়েছে এ রাজ্যের তিন জওয়ানেরও।

সূত্রের খবর, এই ঘটনায় নিরাপত্তাবাহিনী তত্পরতার সঙ্গে মাওবাদীদের তল্লাশি শুরু করায় তারা আত্মগোপনের চেষ্টা করবে। বিভিন্ন গাড়িতে চলছে তল্লাশি। ঝাড়গ্রাম, নয়াগ্রাম, জামবনি, বেলপাহাড়ির জঙ্গল এলাকায় চলছে অভিযান। এছাড়াও বিভিন্ন রাস্তা, কালভার্ট ও ব্রিজগুলোর ওপর রাখা হচ্ছে বিশেষ নজর।



from Uttarbanga Sambad http://ift.tt/2pimVsA

April 26, 2017 at 08:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top