কৃষক হত্যায় জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ● মনোহরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে যুবলীগ নেতার ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনায় আওয়ামীলীগ নেতা জাকিরসহ আদালতে ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার নিহতের মেয়ে নারগিস আক্তার বাদী হয়ে সহিদুর রহমান, জাকির হোসেন, নুরজাহান বেগম, সফিকুল ইসলাম, নুরে আলমকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। কুমিল্লার ৬নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেটের আমলী আদালতের বিচারক কাজী আরাফাত উদ্দিন শুনানী শেষে মানোহরগঞ্জ থানাকে বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত শনিবার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বাকরা গ্রামে যুবলীগ নেতা সহিদুর রহমান নিহত আবদুল বাতেনকে ফোন করে ডেকে এনে তার হাতে থাকা হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আবদুল বাতেনের পেটে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করে। এতে নিহতের পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। এ সময় শোর চিৎকারে আশ-পাশের লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই যুবলীগ নেতা সহিদুর রহমান গা-ঢাকা দেয়।



from Comillar Barta™ http://ift.tt/2nZJTX1

April 02, 2017 at 10:35PM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top