নয়াদিল্লি, ২ এপ্রিলঃ আইনজীবীরা অন্য পেশায় যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে দায়ের করা একটি মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। মামলাকারী বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বীনীকুমার উপাধ্যায়কে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, এই বিষয় আদালতের এক্তিয়ারবহির্ভূত। প্রধান বিচারপতি জেএস খেহর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী এই বিষয়টি বিচারবিভাগের অধীনে নয়। সেই কারণে এই রিট পিটিশন খারিজ করা হল।
from Uttarbanga Sambad http://ift.tt/2oq8CEZ
April 02, 2017 at 10:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন