চান্দিনা প্রতিনিধি ● চান্দিনায় শিশুর লাশ উদ্ধারের এক দিন পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একমাত্র আসামি ইব্রাহীমকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় রবিবার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা সুমী এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইব্রাহীম।
গত শনিবার গভীর রাতে কচুয়া ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী এলাকার মিয়া বাজারে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ইব্রাহীমকে আটক করে চান্দিনা থানা পুলিশ। তিনি চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের অমলকি গ্রামের মো. আলম এর ছেলে।
রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, ২৯মার্চ বিকেলে শিশু ইয়াসমিন আক্তার (৪) তার নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। ওই সময় তার দুঃসম্পর্কের মামা ইব্রাহীম তার পিছু নেয়। পথিমধ্যে নির্জন একটি বাগানে তাকে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ইয়াসমিন চিৎকার করলে ইব্রাহীম তাকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার দুই দিন পর শুক্রবার দুপুরে ওই বাগান থেকে নিহত শিশুর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের পিতা ইয়াছিন বাদী হয়ে মামলা করেন।
from Comillar Barta™ http://ift.tt/2n1G44i
April 02, 2017 at 10:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন