ভোলাহাটে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে একজন নির্মাণ শ্রমিক নিহত অপরজন আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক নির্মাণ শ্রমিক। নিহত শ্রমিকের নাম নাজির হোসেন (২৫)। সে চরধরমপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বীরেশ্বরপুর গ্রামের খোরসেদ আলীর ছেলে রহমত আলীর বাড়ীতে সেফটিক ট্যাংকের ভেতর কাজ করতে নেমে নাজির বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাব বুঝতে পেরে বাঁচও বলে চিৎকার করে। এসময় উপরে থাকা অপর নির্মাণ শ্রমিক বীরেশ্বরপুর গ্রামের ইস্রাফিলের ছেলে কাজেম আলী (৩৫) নাজিরের হাত ধরে উঠাবার চেষ্টা করে। এতে তিনি আক্রান্ত হয়ে জ্ঞান হারান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ শাকিল নাজিরকে মৃত্যু ঘোষণা করেন। আহত কাজেমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, দু’ সপ্তাহ আগে নির্মাণ করা সেফটিক ট্যাংকের সাটারিং-এর কাঠ খোলার জন্য নেমেছিলে নাজির।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০২-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2oxx6IU

April 02, 2017 at 02:51PM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top