মুম্বাই, ১০ এপ্রিল-কথা দাও রাস্তায় বাইক নিয়ে বেরোলে হেলমেট পরবে? রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে এ ভাবেই দুই যুবকের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিলেন মাস্টার ব্লাস্টার সচিন। রাস্তায় গাড়ির ভিতরে সচিনকে দেখতে পেয়েই দুই বাইকআরোহী যুবক সচিনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সচিন তাতে বাধা দেননি। কিন্তু তাদের মাথায় হেলমেট না দেখে নিরাপত্তার পাঠ পড়ালেন সচিন। একেবারে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন ওই যুবকদের কাছ থেকে। সচিন তাদের বলেন, এর পর থেকে রাস্তায় বেরোলে হেলমেট পরে বেরোবে, কথা দাও। জীবন অনেক মূল্যবান। সেই যুবকেরা সচিনকে কথাও দেয়, এর পর থেকে হেলমেট পরে বেরোবে। শুধু ওই দুই যুবকই নয়, আরও এক ব্যক্তি বাইক চালাতে চালাতে সচিনকে দেখে হাত নাড়েন। তাঁর মাথায় হেলমেট না দেখে সচিন পাল্টা বলেন, হেলমেট পরুন দাদা। কী ভাবে পথচলতি মানুষদের নিরাপত্তার পাঠ পড়াচ্ছেন সেই ভিডিও টুইট করেন সচিন। সচিনের এই নতুন ভূমিকার ভিডিও একন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। Helmet Dalo!! Road safety should be the highest priority for everyone. Please dont ride without a helmet. http://pic.twitter.com/xjgXzjKwQj sachin tendulkar (@sachin_rt) April 9, 2017
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2phSO3v
April 10, 2017 at 06:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন