কলকাতা, ২৮ এপ্রিল- পুরোদস্তুর বদলে গিয়েছেন সুনীল নারিন। এরকম মারমুখী মেজাজে আগে কখনও দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজের এই তারকাকে। এতটা মারকাটারি ব্যাটিং করছেন কীভাবে? কে বলে সুনীল নারিন শুধু রহস্যময় বোলার? তিনি তো দুরন্ত ব্যাটসম্যানও। এ বারের আইপিএল ব্যাটসম্যান নারিনকে আবিষ্কার করেছে। কলকাতা নাইটরাইডার্স-এর হয়ে এখন ওপেন করতে নামছেন ওয়েস্ট ইন্ডিজ-এর এই তারকা অলরাউন্ডার। ব্যাট করতে নেমেই রুদ্রমূর্তি ধারণ করছেন নারিন। তাঁর এই আকস্মিক পরিবর্তনের কারণ কী? কী ভাবে পুরোদস্তুর বদলে গেলেন নারিন? এগারো নম্বর থেকে এখন হয়ে গেলেন এক নম্বর ব্যাটসম্যান। নারিনের এই রূপান্তরের পিছনে রয়েছে উইন্ডবল ক্রিকেট। উইন্ডবল ক্রিকেট ব্যাপারটা কী? ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মিনি প্রিমিয়ার লিগকে উইন্ডবল ক্রিকেট বলা হয়। কংক্রিটের পিচে খেলা হয়। আট ওভার করে এক একটি ইনিংস। যে হেতু ওভার সংখ্যা কম, তাই শুরু থেকেই চালিয়ে খেলতে হয় ব্যাটসম্যানদের। নারিন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্রিকেটার। শুধু নারিন কেন, ডোয়েন ব্র্যাভো, কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারকেও উইন্ডবল ক্রিকেট খেলতে দেখা যায়। এক বার ব্র্যাভোকে বলতে শোনা গিয়েছিল, উইন্ডবল ক্রিকেট খুবই সংগঠিত। তা লজ্জায় ফেলে দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড-এর টুর্নামেন্টকেও। দশ বছর ধরে কলকাতা নাইটরাইডার্স-এর পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন এআর শ্রীকান্ত। নারিনকে এই ভাবে আগের আইপিএল-এ দেখাই যায়নি। নারিনের পরিবর্তন দেখে সবাই বিস্মিত। শ্রীকান্ত কিন্তু একেবারেই চমকিত নন। তিনি জানেন গোটা বিষয়টা। সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিককে কেকেআর-এর পারফরম্যান্স অ্যানালিস্ট বলেছেন, ওয়েস্ট ইন্ডিজে সুনীলের বাড়িতে ট্রফির পর ট্রফি সাজানো। আইপিএল ছাড়া বাকি ট্রফিগুলো কিন্তু উইন্ডবল ক্রিকেটে মারকাটারি ব্যাটিংয়ের জন্যই। এই ফরম্যাটের ক্রিকেটে নারিন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। টাইমিং সম্পর্কে নারিনের ধারণা বেশ ভাল। খুব জোরে বল মারতে পারেন। ব্যাট সুইংও বেশ ভাল। উইন্ডবল ক্রিকেট খেলেই নারিন এখন বিধ্বংসী হয়ে ধরা দিচ্ছেন। শুধু আইপিএল-এ নয়, বিগ ব্যাশেও ওপেন করেছেন নারিন। এ বার চোট পেয়ে ক্রিস লিন ছিটকে যাওয়ার পরেই নাইট শিবিরে আশঙ্কা তৈরি হয়েছিল। কে ওপেন করবেন, তা নিয়ে নিজেদের মধ্যে বিস্তর আলোচনাও চলে। জ্যাক কালিস, সাইমন কাটিচ ও লক্ষ্মীপতি বালাজি মিলে শেষে সিদ্ধান্ত নেন। অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে নারিনকেই পাঠানো হবে ওপেন করতে এটাই স্থির হয়। ওপেন করতে নেমে নারিন এখন বিস্ফোরণ ঘটাচ্ছেন। ৮টি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৭ রান। কিংগস ইলেভেন-এর বিরুদ্ধে ম্যাচ থেকে ওপেন করা শুরু করেছেন নারিন। সে দিন ১৮ বলে ৩৭ রান করে চমকে দিয়েছিলেন নারিন। সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ডেয়ারডেভিলস-এর বিরুদ্ধে নারিনের ব্যাট কথা না বললেও, গুজরাত লায়ন্স-এর বিরুদ্ধে ১৭ বলে ৪২ রানের আগুনে ইনিংস খেলেন। রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর বিরুদ্ধে বুধবার ১৬ রান করেন নারিন। দিল্লি এখনও অনেক দূর। নারিন নিজেকে আরও মেলে ধরবেন এ বারের আইপিএল-এ। আর/০৭:১৪/২৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oC7D4M
April 28, 2017 at 01:19PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন