পাতিরামে আক্রান্ত সরকারি বাস চালক, উদ্‌঩বেগ এনবিএসটিসিতে

পাতিরাম, ৩০ এপ্রিলঃ পিকআপ ভ্যানকে সাইড দিতে দেরি হওয়ার অভিযোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবোঝাই বাসের চালককে লোহার রড দিয়ে বেধরক মারে সংশ্লিষ্ট পিকআপ ভ্যানের চালকসহ যাত্রীরা। এনবিএসটিসির বালুরঘাট ডিপোর পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশসূত্রের খবর, অতর্কিত আক্রমণে মারাত্মকভাবে জখম হয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ ডিপোর চালক নুরুল ইসলাম (৪৫)। তাঁর হাত, পেট ও শরীরের অন্যান্য জায়গায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি বালুরঘাট হাসপাতালে চিকিত্সাধীন। সরকারী বাসের চালককে এমনবাবে মারধরের ঘটনায় যাত্রী ও স্থানীয় মানুষ রীতিমোত বিস্মিত ও উদ্‌঩বিগ্ন। এই ঘটনায় অভিযুক্ত পিকআপ ভ্যানের চালক  ও অন্যান্য অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে এনবিএসটিসির পক্ষ থেকে।



from Uttarbanga Sambad http://ift.tt/2qsulJk

April 30, 2017 at 08:57PM
30 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top