বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: স্ত্রীর বিরুদ্ধে বিয়ের সময় তথ্য গোপন ও বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক লন্ডন প্রবাসী। শুক্রবার (২৮এপ্রিল) রাতে বিশ্বনাথ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার দেওকলস ইউনিয়নরে কজাকাবাদ গ্রামের মৃত আছলম খানের ছেলে লন্ডন প্রবাসী আজিজুল খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ২০১১ সালের শেষের দিকে বংলাদেশে আসলে প্রবাসী ফজলু মিয়া ও তার স্ত্রীর মাধ্যমে ইসলামপুরস্থ শাহপরান থানাধীন ব্লক-ডি, ১০৪নং রিমা ম্যানশন মেজর টিলায় ভাসা ভাড়া নেই। ফজলু মিয়ার মাধ্যমে স্থানীয় আব্দুল শফিকের সাথে পরিচয় হলে সেই সূত্রে সফিক আমার পরিবারের সাথে পরিচিত হয়ে তাহার মেয়ে শিউলি আক্তারকে আমার নিকট বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। পরে উভয় পক্ষের আতœীয়-স্বজনের মাধ্যমে ২০১২ সালের ৮এপ্রিল শিউলি আক্তারকে ইসলামি শরিয়াহ্ অনুযায়ী বিবাহ করি।
কিছুদিন পর আমি স্ত্রীকে তাহার পিত্রালয়ে রেখে লন্ডনে যাই। বিবাহ প্রতারণা পূর্বক দেয়া হয়েছে বিষয়টি আমরা বুঝতে পারিনি। ২০১৪ সালের ২৩ আগষ্টে আমার স্ত্রীকে নিজ খরছে লন্ডন হাইকমিশন হতে ভিসা প্রাপ্ত করাইয়া লন্ডনে নিয়া যাই। আমার স্ত্রী গর্ভবর্তী হলে তার বড় বোন সুজিয়ার কু-পরামর্শে আমি এবং পরিবারের অগোচরে গর্ভের সন্তান নষ্ট করে। কিছু দিন পর পর দেশে আসতে চাইলে আমার নিজ খরছে তাকে ২বার দেশে পাঠাই । আমার স্ত্রী শিউলি আক্তার বিভিন্ন সময়ে প্রায় ৫০লক্ষ টাকার সমপরিমান অর্থ আতœসাৎ করিয়াছে।
২০১৭ সালের ৮ই এপ্রিল দেশে এসে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্ত্রী কোথায় জানতে চাহিলে তারা কোন সদোত্তর না দেয়ায় আমার সন্দেহ হয় যে শিউলি আক্তারের এরুপ কার্যক্রমের কারণ কি? অনুসন্ধানে জানতে পারি আমার সাথে বিয়ের পূর্বে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারী দেওয়ান মারগুব কুরেশির সাথে বিয়ে হয়। আমি সমস্ত বিষয় জানার পর ২০১৭ সালের ১৪ এপ্রিল আমার শ্বশুর আব্দুল শফিকের বাসায় গিয়ে বিচার প্রার্থী হলে তারা হুমকি দিয়ে আমাকে তাড়িয়ে দেন। এছাড়াও তারা আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।
প্রতারণামূলকভাবে শিউলীকে আমার সহিত বিয়ে দিয়ে ৫০লক্ষ টাকা আত্মসাৎ ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অভিযোগে গত ২৪ এপ্রিল আদালতে মামলা দায়ের করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার দাবী করে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন- দেশ এবং বিদেশে অবস্থানরত বৃটিশ বাংলাদেশী নাগরিকরা এ ধরণের প্রতারকদের দ্বারা প্রতারিত হয়ে দেশে বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং আমরা যারা বিদেশী নাগরিক নিরাপত্তাসহ সামাজিক মর্যাদা হানী ঘটছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qlJlJJ
April 30, 2017 at 08:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন