কলকাতা, ১৫ এপ্রিল- প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা কাটাতে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ এবার থেকে প্রশিক্ষণ ছাড়া আর প্রাথমিকের টেট-এ বসা যাবে না। আগামী সপ্তাহেই প্রাইমারি বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। টেট পরীক্ষায় প্রশিক্ষণহীনরাও বসতে পারত এতদিন পর্যন্ত। শিক্ষা দফতরের নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে পরীক্ষায় বসার সুযোগ পাবে শুধু প্রশিক্ষণপ্রাপ্তরা। শিক্ষা দফতরের সূত্রের খবর, নতুন টেট পরীক্ষায়, উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। অথবা তাঁকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এই সিদ্ধান্ত পর্ষদ ইতিমধ্যে স্কুল শিক্ষা দফতরকে জানিয়েছে। সোমবার এই বিষয়ে সরকারি ভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে সূত্রের খবর। অথবা তাঁকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ৩০ হাজার শূন্য পদ তৈরি হয়েছে। নতুন নিয়োগের জন্য নেওয়া হবে পরীক্ষা৷ চলতি বছরে ফের লিখিতভাবে টেট পরীক্ষা নেওয়া হবে বলেই খবর। এক সময় প্রশিক্ষিত আর প্রশিক্ষণহীন প্রার্থীদের টেট পরীক্ষায় বসা নিয়ে অনেক টানাপোড়েন তৈরি হয়৷সেই জটিলতার পুনরাবৃত্তি এড়াতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার সেই নির্দেশ দিয়েছেন৷ আর/১৭:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nOzQ8h
April 15, 2017 at 11:53PM
15 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top