কলকাতা, ০৮ এপ্রিল- চলতি মাসের শেষে আদালতে রোজভ্যালি কাণ্ডের চার্জশিট পেশ করতে পারে সিবিআই৷ সূত্রের খবর, চার্জশিটে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু, তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল সহ সাতজনের নাম থাকতে পারে৷এছাড়াও, গৌতম কুণ্ডুর ঘনিষ্ট টলিউডের প্রথম সারির এক অভিনেত্রীর নাম থাকতে পারে৷উল্লেখ্য, এটাই রোজভ্যালি কাণ্ডের প্রথম চার্জশিট৷ ২০১৬ সালের এপ্রিল মাসে রোজভ্যালি-কাণ্ডে চার্জশিট পেশ করে ইডি৷ চার্জশিটে গৌতম কুণ্ডু ছাড়াও ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত ও ডেভেলপমেন্ট অফিসার অরুণ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করে ইডি৷ অভিযুক্তদের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ৪৫ নম্বর ধারা প্রয়োগ করা হয়।এছাড়া সংস্থার দুই প্রাক্তন অধিকর্তা রামলাল গোস্বামী ও অশোক সাহা ও প্রাক্তন কোম্পানি সেক্রেটারি বি কে মল্লিকের নামও তুলে আনে ইডি৷ গত বছরেরই ১৪ অগস্ট রোজভ্যালি মামলা নিয়ে সিবিআই প্রথম তত্পরতা শুরু করে৷ সেসময়ে হানা দেওয়া হয় রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু-সহ বেশ কয়েকজন কর্তার বাড়ি৷ এরপর তিনমাস আগে গৌতমবাবুকে টাকা পাচারের মামলায় ইডি গ্রেফতার করে৷ এরপরেই সিবিআই সিদ্ধান্ত নেয় তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার৷এরপরই সিবিআইয়ের হাতে একে একে গ্রেফতার হয়েছে রোজভ্যালির ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত ও তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পাল৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই শোনা গিয়েছে টলিউডের কোনও এক বিখ্যাত অভিনেত্রীকে জেরার মুখে পরতে হতে পারে৷কিন্তু এখনও সেরকম কাউকেই তলব করেননি সিবিআই অফিসাররা৷ তবে সেই রহস্যময়ীর নাম চার্জশিটে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর৷ আর/১২:১৪/০৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o6poWn
April 08, 2017 at 06:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন