কলকাতা, ২৫ এপ্রিল- বেসরকারি হাসপাতালগুলির বিল ও চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হাসপাতালের প্রতিনিধিদের বৈঠকে ডেকে ধমকেছিলেন। তার পরে কড়া আইন এনে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির দৌরাত্ম্যে লাগাম পড়িয়েছিলেন। এবার বেসরকারি স্কুলগুলির উপর লাগাম পড়ানোর উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিভিন্ন বেসরকারি স্কুলে এক ধাক্কায় অস্বাভাবিক টিউশন ও অন্যান্য ফি বৃদ্ধি নিয়ে অসন্তোষ ছড়িয়েছে। কোথাও কোথাও অসন্তোষ বিক্ষোভের আকার নিয়েছে। এমনকি রাস্তা অবরোধের মতো ঘটনাও ঘটেছে। সোমবারই কলকাতার দুটি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ এমন আকার নেয় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তার পরেই মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বেসরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করে ফিরলেই সেই বৈঠকের দিনক্ষণ ঠিক হবে ও তা স্কুলের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হবে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইবেন। সূত্রের খবর, তিনি জানতে চাইবেন কেন স্কুলগুলি কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ফি বাড়িয়ে দিচ্ছে? কোন কোন খাতে ফি বাড়ানো হচ্ছে? এই ফি বাড়ানোর পিছনে স্কুলের কী যুক্তি রয়েছে তাও জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে যে যে অভিযোগ উঠছে, তা নিয়েও সরাসরি প্রশ্ন করতে পারেন মুখ্যমন্ত্রী। শুধু ফি বৃদ্ধিই নয়, বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ তারা উন্নয়ন ফি-এর নামেও মোটা টাকা দাবি করে। এছাড়াও কোনও কোনও স্কুল থেকে সারা বছরের বই, খাতা ও ইউনিফর্মও কিনতে বাধ্য হন অভিভাবকরা। এই স্কুলগুলি মূলত সিবিএসই বা আইসিএসই বোর্ডের অধীনে। কিছু ক্ষেত্রে রাজ্য সরকার এই স্কুলগুলির উপরে ব্যবস্থা নিতে পারে না। আইনের হাত ধরে রাজ্য সরকার চাইছে এই বেসরকারি স্কুলগুলি বছরে কত শতাংশ ফি বৃদ্ধি করতে পারে, তার সর্বোচ্চ সীমা বেঁধে দিতে। ডোনেশনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে পারে সরকার। রাজ্য সরকার চাইছে, স্কুলের নির্দিষ্ট করে দেওয়া দোকান থেকে বই-খাতা, ইউনিফর্ম বা জুতো কেনা আবশ্যিক করা যাতে না হয়। এই বিষয়ে আইনে উল্লেখ থাকতে পারে। ইতিমধ্যেই অবশ্য সিবিএসই বোর্ড জানিয়ে দিয়েছে, তাদের অধীনস্থ স্কুলগুলি এই ভাবে তাদের পছন্দ মতো দোকান থেকে বই-খাতা, ইউনিফর্ম বা জুতো কেনা আবশ্যিক করতে পারবে না। তবে পুরোটাই মমতা বেসরকারি স্কুলগুলির সঙ্গে বৈঠক করার পরেই ঠিক করবেন। এই আইনের আওতায় বেসরকারি কলেজগুলিও আসতে পারে বলে সরকারি সূত্রে খবর।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pwcPXV
April 26, 2017 at 03:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top