কলকাতা, ১৭ এপ্রিলঃ স্থাপত্যের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আইআইটি খরগপুর এবছর আগস্ট থেকে শুরু করতে চলেছে প্রাথমিক বাস্তু শাস্ত্র। স্নাতকোত্তরে পড়া এবং গবেষণা করা ছাত্রছাত্রীরা এই বিষয়ে আরও বিস্তৃতভাবে পড়া ও জানার সুযোগ পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কনসেপ্ট হিসেবে বাস্তুশাস্ত্র স্থাপত্য এবং পরিকাঠামো (architect and infrastructure)-এর পাঠ্যক্রমে নেই। কিন্তু দেশের সবচেয়ে পুরনো আইআইটির-র শিক্ষকেরা বলেন, পশ্চিমে শিক্ষার্থীদের এবিষয়ে শিক্ষা দেওয়া হয়, তাই ভারতীয় শিক্ষার্থীদেরও বাস্তু শিক্ষা থেকে বিরত থাকার কোনো মানে হয় না, তাই এই উদ্যোগ।
from Uttarbanga Sambad http://ift.tt/2ppsVCr
April 17, 2017 at 04:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন