আইআইটিতে বাস্তুশিক্ষা

কলকাতা, ১৭ এপ্রিলঃ স্থাপত্যের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আইআইটি খরগপুর এবছর আগস্ট থেকে শুরু করতে চলেছে প্রাথমিক বাস্তু শাস্ত্র। স্নাতকোত্তরে পড়া এবং গবেষণা করা ছাত্রছাত্রীরা এই বিষয়ে আরও বিস্তৃতভাবে পড়া ও জানার সুযোগ পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কনসেপ্ট হিসেবে বাস্তুশাস্ত্র স্থাপত্য এবং পরিকাঠামো (architect and infrastructure)-এর পাঠ্যক্রমে নেই। কিন্তু দেশের সবচেয়ে পুরনো আইআইটির-র শিক্ষকেরা বলেন, পশ্চিমে শিক্ষার্থীদের এবিষয়ে শিক্ষা দেওয়া হয়, তাই ভারতীয় শিক্ষার্থীদেরও বাস্তু শিক্ষা থেকে বিরত থাকার কোনো মানে হয় না, তাই এই উদ্যোগ।



from Uttarbanga Sambad http://ift.tt/2ppsVCr

April 17, 2017 at 04:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top