রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া সাপেক্ষে এদগার্দো বাউজার সাথে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি করেছিলো আর্জেন্টিনা। কিন্তু খুব একটা ভালো কাটেনি আর্জেন্টাইনদের বিশ্বকাপ বাছাইপর্ব। বাউজা দায়িত্ব নেওয়ার পর বাছাইপর্বে কেবল তিনটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ড্র ও হার দুটি করে। দলের এমন হাতাশাজনক পারফরম্যান্সের কারণে মঙ্গলবার বরখাস্ত করা হয় বাউজাকে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থান খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারেনি দুইবারের শিরোপাজয়ীরা। হাতে আছে মাত্র তিন ম্যাচ। এর মধ্যে দুই ম্যাচেই নিষিদ্ধ লিওনেল মেসি। ফলে শঙ্কার মুখে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। তবে দলের বরখাস্ত কোচের বিশ্বাস, রাশিয়া বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে ৫৯ বছর বয়সী বাউজা বলেন, এই প্রজন্ম তিন তিনটা বড় আসরের ফাইনালে খেলেও হেরেছে। তবে জাতীয় দলের জন্য নিজেদের সর্বোচ্চটাই দিয়েছে। আমি নিশ্চিত যে, আর্জেন্টিনা বিশ্বকাপ খেলবে। ২০১৮ বিশ্বকাপের ৩২ দলের একটি হবে আর্জেন্টিনা। দলের ফুটবলাদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বাউজা আরও বলেন, আমি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা আর্জেন্টিনাকে বিশ্বকাপে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি তাদের ভুলতে চাইনা। তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তালিকার সেরা চারটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এখন পর্যন্ত ১৪ ম্যাচে তিন জয়, দুই ড্র ও দুই হারে মেসিদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ব্রাজিল। এর আগে গেল বছর কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে হারার পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন জেরার্ড মার্টিনো। আগস্টে মার্টিনোর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন ৫৯ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন ফুটবলার বাউজা। আর/১০:১৪/১২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p8NdgG
April 13, 2017 at 04:10AM
12 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top