নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ নারীর শরীরের মাপ কেমন হওয়া উচিত সেবিষয়ে সিবিএসই বোর্ডের একটি টেক্টটবইতে পরিস্কার সংজ্ঞা দেওয়ার বিষয়টি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শরীরশিক্ষার এই বইটিতে পুরুষ এবং মহিলার শারীরিক পার্থক্যের বিষয়টি পরিস্কার করে বলা রয়েছে। আরও বলা আছে ৩৬-২৪-২৬ গঠনের নারী শরীরই আদর্শ। অন্যদিকে, পুরুষের শরীরের গঠন হওয়া উচিত ইংরাজি ‘ভি’ শেপের। ছবি দিয়ে বোঝানো রয়েছে এই পরিমাপ।
যদিও সিবিএসই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। বিতর্কিত বইটি নিউ সরস্বতী হাউজ থেকে প্রকাশিত ডঃ ভিকে শর্মার লেখা ‘হেল্থ অ্যান্ড ফিজিক্যালএডুকেশন’। একটি প্রেস রিলিজে সিবিএসই-র তরফে জানানো হয়েছে, সিবিএসই সবসময়ই এনসিইআরটি/সিবিএসই-র নির্ধারিত নিয়মানুযায়ী বইয়ের সিলেবাস ঠিক করে। কখনোই প্রাইভেট প্রকাশকের কোনো বই সুপারিশ করে না সিবিএসই। আরও বলা হয়েছে, যদি এরকম কোনো ঘটনা কোনো স্কুলে ঘটে থাকে তাহলে এর যথাযথ তদন্ত করা হোক, যাতে কেউ ক্ষতিগ্রস্থ না হয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2ozgN10
April 12, 2017 at 10:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন