ওয়াশিংটন, ২৬ এপ্রিলঃ সাত বার ব্যর্থ হওয়ার পর অবশেষে সবচেয়ে বড়ো বেলুন আকাশে ওড়াল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। একটা ফুটবল স্টেডিয়ামের মতো পেল্লায় বড়ো সুপার প্রেশার বেলুনটি মঙ্গলবার নিউজিল্যান্ডের ওয়ানাকা থেকে উত্ক্ষেপন করা হয়। নাসার বেলুন কর্মসূচির প্রধান ডেব্বি ফেরাব্রাদার এই খবর দিয়ে বলেন, বেলুনটি ওড়াতে সুপার প্রেশার বেলুন প্রযুক্তি (এসপিবি) ব্যবহার করা হয়েছে। মহাবিশ্বের ছায়াপথ থেকে যে মহাজাগতিক রশ্মি বায়ুমন্ডলে এসে পড়ে, সেগুলো শনাক্ত করার কাজ করবে এই বেলুন। সবচেয়ে শক্তিশালী মহাজাগতিক কণা আবিস্কারের চেষ্টা তো হবেই, একইসঙ্গে আরও দীর্ঘ সময় ধরে বেলুন ওড়ানো সম্ভব কিনা, তার পরীক্ষাও হয়ে যীবে এই মিশন মারফত।
প্রসঙ্গত, সুপার প্রেশার বেলুনটি ৮ হেক্টর জায়গার ওপর পলিথিনের ফিল্ম দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ১০২৫ কিলোগ্রাম ওজনের ট্র্যাকিং, কমিউনিকেশন ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি। মাটি থেকে ৩৩.৫ কিলোগ্রাম উচ্চতায় বেলুনটি ১০০ দিন ধরে উড়তে পারবে। তবে বেলুনটির গতিবেগ নির্ভর করবে হাওয়ার গতি ও স্ট্র্যাটোস্ফিয়ারের গতিপ্রকৃতির ওপর।
from Uttarbanga Sambad http://ift.tt/2q6Fz71
April 26, 2017 at 11:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন