নয়াদিল্লি, ৫ এপ্রিলঃ উত্তরপ্রদেশ সরকারের কৃষিঋণ মকুবের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধি। আদিত্যনাথ সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধি বুধবার ট্যুইট বার্তায় বলেন, ‘কৃষকদের ঋণ মকুবের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নয়, অ-বিজেপি রাজ্যগুলিতেও কৃষকদের ঋণ মকুব করা উচিত। কৃষকদের এই ঋণ মকুবের ফলে আংশিক স্বস্তি মিলেছে। একইসঙ্গে সমগ্র দেশেরই ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মকুব করার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগী হওয়া উচিত। ট্যুইট বার্তায় তিনি আরও বলেন, ‘কংগ্রেস সবসময় দুর্দশাগ্রস্ত কৃষকদের পাশে আছে।’
অন্যদিকে, উত্তরপ্রদেশে কংগ্রেসের জোটসঙ্গী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সপা-র সুপ্রিমো অখিলেশ যাদব ঋণ মকুবের বিষয়ে সরকারের প্রবল সমালোচনা করেছেন। তিনি এদিন ট্যুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে ঘোষণা করেছিলেন, সরকার গঠন করতে পারলে কৃষকদের ঋণ পুরোপুরি মকুব করে দেওয়া হবে। অথচ প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি যোগী সরকার। মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করার সিদ্ধান্ত কখনই গ্রহণযোগ্য নয়। কারণ, কৃষকরা দিনের পর দিন ঋণের জ্বালায় ভুগছে। কেন্দ্রের কাছে সপা সরকার বারবার আবেদন করেও ঋণ মকুবের বিষয়ে কোনো সাড়া পায়নি। যোগী সরকারের এই সিদ্ধান্তের ফলে কৃষকরা প্রতারিত হলেন।’
from Uttarbanga Sambad http://ift.tt/2oCr116
April 05, 2017 at 11:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন