২০০০-এর নোট বাতিলের পরিকল্পনা নেই কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ এপ্রিলঃ নতুন ২০০০ টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। বুধবার রাজ্যসভায় একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। ২০০০ টাকার নোট বাতিল সংক্রান্ত যেসব গুজব রটেছে সেগুলিও সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি।

এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রি জানতে চান, ২০০০ টাকার নোট বাতিল করা নিয়ে যেসমস্ত গুজব চলছে, তা সত্যি কিনা। এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমরা প্রচুর জাল নোট উদ্ধার করেছি। যার বেশিরভাগটাই উদ্ধার হয়েছে গুজরাট এবং পশ্চিমবঙ্গ থেকে। নতুন নোটে একাধিক সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে বলে জানান রিজিজু।

তিনি আরও বলেন, ‘নতুন দু’হাজারি নোট একশোভাগ নকল করা কারোর পক্ষে সম্ভব নয়। তবে, জাল নোট চক্রের ব্যাপারে কেন্দ্রীয় সরকার সতর্ক রয়েছে। যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়টা হবে।

রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, নোট বাতিলের পর থেকে বিএসএফ ৩৭৮টি নতুন ২০০০ টাকার জাল নোট অসম এবং পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে। অপরদিকে, এনআইএ ২২,৬৭৭টি নতুন জাল নোট উদ্ধার করেছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oDGKg1

April 05, 2017 at 11:02PM
05 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top