হায়দরাবাদ, ০৫ এপ্রিল- হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উম্মোচিত হলো আইপিএলের দশম আসরের। তেলেগু অভিনেত্রী অ্যামি জ্যাকসনের মনোমুগ্ধকর উপস্থাপনা এবং শচীন-সৌরভ-লক্ষ্মণ-শেবাগদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে মাঠে গড়ালো মাল্টি বিলিয়ন ডলারের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং বিরেন্দর শেবাগকে সম্মাননা জানাবে। কিন্তু রাহুল দ্রাবিড় উপস্থিত না থাকায় সেটা দাঁড়ালো ফ্যাব ফোরে। সন্ধ্যা ৭টায় শুরু হয় জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। লগন সিনেটার জনপ্রিয় গান, বার বার হান- এর সঙ্গে মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শুরু হয় হায়দরাবাদের উদ্বোধনী অনুষ্ঠান। এরপরই স্টেজে উঠে আসেন সঞ্চালক রবি শাস্ত্রী। তারপর একে একে স্টেজে ওঠেন ভারতীয় ক্রিকেটের চার কিংবদন্তি বিরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণ বলেন, ক্রিকেটই হলো দারুণ এক বিনোদন। আমি আশা করছি চমৎকার একটি মৌসুম কাটবে এবার। সৌরব গাঙ্গুলিও প্রায় একই কথা বলে গেলেন। বিরেন্দর শেবাগ বক্তব্য দিতে আসলেন তার ব্যাটিংয়ের মতই আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে। তিনি বলেন, টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কখনোই আমি বল পেলে হিট করা থেকে বিরত থাকি না। ক্রিকেটে আমি সব সময়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলা পছন্দ করি। শচীন কথা বললেন একটু কুটনৈতিক ঢংয়ে। তিনি বলেন, যেসব দেশে ক্রিকেট কখনও অনুসরণ করা হয় না, আইপিএল সেসব দেশেও ক্রিকেটকে নিয়ে গেছে। সঠিক স্পিরিট নিয়ে ভালো ক্রিকেট খেলা হয় বলেই এখন প্রচুর পরিমাণে দর্শক আসে মাঠে খেলা দেখার জন্য।এরপর একে একে চার কিংবদন্তীকে সম্মাননা ক্রেস্টে ভূষিত করে নেয়া হয়। এরপরই বাদ্যের তালে তালে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন আজকের ম্যাচের দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী অধিনায়ক বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নার। বিরাট কোহলি আগে ওঠেন মঞ্চে। এরপর কমলা রঙের গাড়িতে চড়ে সোনালি ট্রফিটা নিয়ে মঞ্চে উঠে আসেন ওয়ার্নার। এরপরই কোহলি সত্যিকার ক্রিকেট স্পিরিটের একটি স্মারক তুলে দেন ওয়ার্নারের হাতে এবং দুজন পোজ দেন ছবি তোলার জন্য। এ পর্ব শেষ হওয়ার পরই জমজমাট উপস্থাপনা নিয়ে হাজির হলেন অ্যামি জ্যাকসন। সোনালি ক্যরিয়ারে চড়ে তিনি এলেন মঞ্চে। সোনালি সাজে সহশিল্পীদের নিয়ে- সারা জামানা, হাসিনো কি দিওয়ান- গানের সঙ্গে তুমুল নাচের মধ্য দিয়ে শুরু করলেন তিনি তার উপস্থাপনা। এরপর তাম্মা তাম্মার সঙ্গে নতুন নাচ নিয়ে হাজির হলেন তিনি। তাম্মা তাম্মার পর সানগ্লাস চোখে দিয়ে অ্যামি জ্যাকসন পারফর্ম করলেন কালা চশমার সঙ্গে। রাজীব গান্ধীর গ্যালারি তখন যেন উম্মাতাল হয়ে উঠেছে। অ্যামি জ্যাকসনের উপস্থাপনার পরই পর্দা উঠলো আইপিএল দশম আসরের। টস করতে নামলেন ডেভিড ওয়ার্নার আর শেন ওয়াটসন। টস হেরে প্রথম ব্যাট করতে নামলো স্বাগতিক সানরাইজার্স। আর/১০:১৪/০৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oaw200
April 06, 2017 at 04:53AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.