ফের জাপান সাগরে পড়ল পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র

সিওল, ৫ এপ্রিলঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিয়েনথিংয়ের সাক্ষাতের আগেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। ব্যালিস্টিক শ্রেণির ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপের পর তা জাপান সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, কেএন ১৫ নামে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৮৯ কিলোমিটার ওঠার পর উৎক্ষেপন স্থল থেকে ৬০ কিলোমিটার দূরে জাপান সাগরে পড়ে। মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন বিষয়টি নিয়ে নতুন করে কোনো মন্তব্য করতে চাননি।

সম্প্রতি উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই হুঁশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যেই ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল কিং জং উনের দেশ। গত সোমবার ট্রাম্প বলেছিলেন, ‘উত্তর কোরিয়া এভাবে ভয়ের আবহ তৈরি করলে উত্তপ কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নেবে।’ উত্তর কোরিয়ার প্রাণের বন্ধু চিনের প্রেসিডেন্ট শি জিয়েনথিংয়ের সঙ্গে বৈঠক আগামী বৃহস্পতি ও শুক্রাবার বৈঠকে বসছেন ট্রাম্প। তার আগেই কিমের এই উত্তর।



from Uttarbanga Sambad http://ift.tt/2oDuCLZ

April 05, 2017 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top