পর্তুগালে বিমান বিধ্বস্তে নিহত ৫

55065_পর্তুগাল_long
ঢাকা: পর্তুগালের লিসবন শহরের এক আবাসিক এলাকার সুপারমার্কেটের সামনে একটি ছোট আকারের ব্যক্তিগত বিমান বিধ্বস্তে ৫ জন নিহত হয়েছে। এমনটি জানায় উদ্ধারকর্মীরা।

বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পশ্চিম লিসবন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ক্যাসকিয়াস এলাকায় ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা যায়।

জরুরী সেবায় নিয়োজিত এক কর্মকর্তা আন্দ্রে ফারনান্দেজ জানান, “ফ্রান্সের মার্সেলেসের উদ্দেশ্যে বিমানটি যাত্রা শুরু করে। বিমানে অবস্থানরত সব ব্যক্তি মারা গেছে। এর মধ্যে তিনজন ফ্রান্সের এবং একজন সুইস নাগরিক ছিলেন বলে জানা যায়।”

ফারনান্দেজ আরো বলেন, “বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে বিমানে আগুন ধরে যায়। ঐ সময় রাস্তায় থাকা এক লোকের মৃত্যু হয়।”

প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে ইতিমধ্যে ৫০ জন উদ্ধারকর্মী কাজ করছে। কিন্তু দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pqljQf

April 17, 2017 at 09:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top