সরকারি ভাষণ হিন্দিতেই, সমর্থন রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ মেনে নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এখন রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রীরা হিন্দিতেই ভাষণ দেবেন। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন রাষ্ট্রপতি। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক, প্রধানমন্ত্রীর সচিবালয় এবং রাজ্যগুলিতে এই বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে।

আগামী জুলাইয়ে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের। পরবর্তী রাষ্ট্রপতি শুধুমাত্র হিন্দিতে ভাষণ দিতে পারেন। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা হিন্দিতেই কথা বলেন। দেশের এয়ারলাইন্সগুলি অবশ্য হিন্দিকে গ্রাহ্য করে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার এয়ার ইন্ডিয়ার টিকিটেও হিন্দি ভাষা ব্যবহার করা হবে। তবে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাগুলিতেই কেবল হিন্দি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

সংসদীয় কমিটি হিন্দিকে জনপ্রিয় করে তুলতে যে ১১৭টি সুপারিশ করেছিল, তার মধ্যে অন্যতম একটি হল- সমস্ত সিবিএসই স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত হিন্দিকে পাঠ্য বিষয় হিসেবে বাধ্যতামূলক করা। নীতিগতভাবে রাষ্ট্রপতি তাতে সায় দিয়েছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2nV9f9K

April 17, 2017 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top