ডিও ম্যাজিক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আসছে গরম। ঘাম ঝরানোর দিন। ঘামের দূর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে অনেকসময়। কিন্তু ঘাম রোধ করার উপায় না থাকলেও এর দূর্গন্ধ থেকে মুক্তির উপায় কিন্তু রয়েইছে। জেনে নিন-

১) শুধু বগলের নয়, পায়ের দূর্গন্ধ কমাতে পারে ডিওডেরান্ট। কীভাবে? জুতো পড়ার আগে পায়ে ডিও স্প্রে করে নিন দু পায়ে। সমস্যা কমবে।

২) গরম মানেই তেলা ত্বক আরও তেলতেলে। বাড়িতে স্টিক ডিও আছে তো? সেটা বুলিয়ে নিন নাকের দুপাশে এ কপালে। বাড়তি তেলতেলা ভাব কমবে অনেকটাই।

৩) গরমে ভেজা চুল ঘাড়ের সঙ্গে লেপটে থাকে। সমাধান? ঝট করে ডিও বুলিয়ে নিন ঘাড়ে। রেহাই মিলবে সমস্যা থেকে।

৪) নতুন জুতো পড়লেই ফোস্কা পড়ে? পায়ের যে অংশে ফোস্কা পড়ে সেখানে ডিও ঘষে নিয়ে জুতো পড়ে নিন। আপাতত রেহাই ওই জায়গায় ফোস্কা পড়া থেকে।

৫) গরমে মেকআপ গলে যাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট। তাই মেকআপ নেওয়ার পর আলতো করে বুলিয়ে নিন ডিও স্টিক। তুলনায় কম নষ্ট হবে সাজগোজ।



from Uttarbanga Sambad http://ift.tt/2nq8gJe

April 01, 2017 at 05:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top