ইসলামাবাদ, ২২ এপ্রিল- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে বিদায়ী উপহার হিসেবে গত বুধবার নিজেদের স্বাক্ষর করা জার্সি উপহার দিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ঐ বিদায়ী জার্সি উপহার পেয়ে উচ্ছসিত আফ্রিদি এবার কোহলি ও তার বাহিনীকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন। টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, অসাধারন বিদায়ী উপহার দেয়ার জন্য তোমাকে এবং পুরো ভারতীয় দলকে স্পেশাল ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন আফ্রিদি। তার বিদায়ী ম্যাচ নিয়ে পাকিস্তানের ক্রিকেটে নানা নাটক হয়েছে। অন্যদিকে কাশ্মীর হামলা নিয়ে ভারত, পাকিস্তানের মুখ দেখাদেখি কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে আফ্রিদির জন্য বিদায়ী উপহার হিসেবে জার্সি উপহার দেয় ভারতীয় ক্রিকেট দল। জার্সিটি ছিলো ভারত দলপতি কোহলির। অধিনায়কের জার্সিতে ভারতের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন ক্রিকেটার স্বাক্ষর করেন। জার্সিটিতে আফ্রিদির উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে কোহলি লিখেছিলেন, শহিদ ভাইয়ের জন্য শুভেচ্ছা। আপনার বিপক্ষে খেলা সবসময়ই উপভোগ্য ছিলো। এতে স্বাক্ষর করেছিলেন অধিনায়ক কোহলি, ব্যাটসম্যান যুবরাজ সিং, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, পেসার আশিষ নেহেরা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ভুবেনশ্বর কুমার, ব্যাটসম্যান সুরেশ রায়না, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, পবন নেগি, রবিন্দ্র জাদেজা, রবি শাস্ত্রীসহ আরও অনেকে। ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৮টি টি, ২০ ম্যাচ খেলেছেন আফ্রিদি। টেস্টে ১৭১৬ রান ও ৪৮ উইকেট, ওয়ানডেতে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট এবং টি, ২০তে ১৪০৫ রান ও ৯৭ উইকেট নেন ৩৭ বছর বয়সী আফ্রিদি। আর/১৭:১৪/২২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2owFzMn
April 23, 2017 at 12:13AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন