মুম্বাই, ২২ এপ্রিল- বলিউডের হিরো দৌঁড়ে কখনই নিজেকে রাখেন না। বরং অন্য ধারার ছবিতে একের পর এক বাজিমাত করে যাচ্ছেন অভিনেতা রাজকুমার রাও। তা মনোজ বাজেপয়ির সঙ্গে জুটি বেঁধে আলিগড়-ই হোক বা ট্র্যাপ, কিংবা একাই একশো হয়ে সিটি অফ লাইটস। রাজকুমার রাও চ্যালেঞ্জ নিতে সব সময়ই তৈরি। এই যেমন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন অভিনীত নতুন ছবি রাবতার ট্রেলার যখন ইউটিউবে হইচই ফেলেছে, ঠিক তখনই জানা গেল, এই ছবিতে আছেন রাজকুমার রাও! কিন্তু এই ছবিতে তাঁকে চেনা অত্যন্ত কঠিন! তাই নিজেকে চিনিয়ে দেওয়ার দায়িত্বটা নিজেই নিলেন রাজকুমার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ছবি পোস্ট করে নিজের এই নতুন অবতারকে সবার সামনে তুলে ধরলেন রাজকুমার রাও! রাবতা ছবির গল্প জন্মান্তের প্রেম। আর এই ছবিতে সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননের পূর্ব জন্মেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। এক থা রাজা এক থি রানি, দোনো মর গয়ে, কিন্তু কাহানি এখানেই শেষ নয়। বরং এখান থেকেই শুরু, পরিচালক দিনেশ ভিজানের আগামী ছবি রাবতা। ছবিতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন। প্রথম ট্রেলার থেকে এটুকু স্পষ্ট যে ছবি জন্মান্তরের গল্প। আর জন্মান্তরে ফিরে আসা মানেই গল্পের মূল ফ্লেভার প্রেমের। তবে দিনেশের পরিচালনায় ছবিটি কী মাত্রা পাবে সেটা জানা যাবে, ৯ই জুন। আপাতত দেখুন ছবির প্রথম ট্রেলার। সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননকে নিয়েই। বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে ছিল কৃতি আর সুশান্ত নাকি প্রেম করছেন। এমনকী, খবর উড়েছিল কৃতির জন্যই নাকি সুশান্ত ছাড়ছেন নিজের বউকে। তবে ব্যাপারটি নিয়ে তেমন কিছু বলতে চাননি সুশান্ত ও কৃতি। আপাতত, দুজনেই ব্যস্ত ছিলেন নতুন ছবি রাবতার শ্যুটিংয়ে। আর এই শ্যুটিং ফ্লোরেই নাকি প্রেম আরও জমে উঠেছিল। খবর অনুযায়ী, কৃতি আর সুশান্ত নাকি একেবারে প্রেমে হাবুডুবু ৷ শ্যুটিংয়ের পরে নাকি আড্ডা মারতে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননকে ৷ তবে প্রথমে গোপনে গোপনে প্রেম চালালেও, ইদানিং কৃতি ও সুশান্ত দুজনেই বিন্দাস ! তাই তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিন্দাস ছবি দিচ্ছেন দুজনেই কখনও অন্তরঙ্গ পোজে, তো কখনও রসিকতা করে ৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের প্রেম নিয়ে কেউ কিছু মন্তব্য করলে, রীতিমতো জবাব দিচ্ছেন সুশান্ত ও কৃতি ৷ কৃতির ঝুলিতে আপাতত দুটিই ছবি হিরোপন্থি ও দিলওয়ালে। দুটি ছবিই বক্স অফিসে একেবারে ফ্লপ৷ অন্যদিকে নিজের অভিনয় দিয়ে আলাদা নজর কেড়েছেন সুশান্ত সিং রাজপুত৷ তাই অনেকের মত, সুশান্ত সিং রাজপুতের জনপ্রিয়তাকেই নাকি ক্যাশ করতে চলেছেন কৃতি ৷ আর এই জন্যই এই প্রেমের গল্পের নায়িকা হয়েছেন কৃতি শ্যানন। আর/১৭:১৪/২২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2of2u2z
April 23, 2017 at 12:16AM
22 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top