বিশ্বনাথে একই স্থানে ষাঁড়ের লড়াই-ওয়াজমাহফিল আহবান, উত্তেজনা

54120-1

মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: বিশ্বনাথে আগামী শনিবার (২২এপ্রিল) একইস্থানে ষাড়ের লড়াই ও ওয়াজমাহফিলের আহবান করা হয়েছে। এতে ষাড়ের লড়াই আয়োজক কমিটি ও ওয়াজমাহফিল আয়োজক কমিটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গাছতলা নামক স্থানে ষাড়ের লড়াই ও ওয়াজমাহফিলের আয়োজন করা হয়। দুটি পক্ষই তাদের নির্ধারিত অনুষ্ঠান পালন করতে অনড়। ফলে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।

জানাগেছে, উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গাছতলা মাঠে আগামী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় কয়েকজন ব্যক্তি ষাড়ের লড়াইয়ের আয়োজন করেন। তারা ষাড়ের লড়াইয়ের সকল প্রস্তুতি গ্রহন করেছেন। কিন্তু স্থানীয় এলাকাবাসী পবিত্র শবে মেরাজ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে একই স্থানে ওয়াজমাহফিল করার আয়োজন করেন। ইতি মধ্যে তারা ওয়াজ মাহফিলের সকল প্রস্তুতি গ্রহন করেছেন। উভয় পক্ষই তাদের নিজ নিজ অনুষ্ঠান পালন করতে অনড়। এতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

এব্যাপারে ষাড়ের লড়াই আয়োজক কমিটির সভাপতি কালা মিয়া বলেন, ষাড়ের লড়াইয়ে করার রায় দিয়েছেন আদালত। আগামী শনিবার পুরানগাঁও গাছতলা মাঠে ষাড়ের লড়াই অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

ওয়াজমাহফিল আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, পূর্ব নির্ধারিত অনুযায়ী আগামী শনিবার যথা সময়ে আমাদের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

রামপাশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর বলেন,বিষয়টি শুনেছি। এলাকার শান্তিশৃংখলার বজায় রাখার লক্ষে এবিষয়ে গণমাণ্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা করা হবে।

থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, ষাড়ের লড়াই হতে দেয়া হবেনা। তবে ওয়াজমাহফিলের অনুমতি নেয়া হয়নি বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ovkErY

April 20, 2017 at 10:58PM
20 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top