মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টির সার্বিক সহযোগীতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলছে। সংসদে গঠনমূলক বিরুদীতা করার পরও সরকার জাতীয় পার্টির এমপিদের দাবী মেনে নিচ্ছেন, যা অতিথি হয়নি।
যার ফলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক রাজনীতিতে ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পটপরিবর্তনে বিশ্বাসী। আমরা ইসলামী মূল্যবোধ আর স্বাধীনতার চেতনা লালন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশ ও জাতির উন্নয়নের জন্য দল-মতের উর্ধ্বে উঠে সকলের কাঁধে কাঁধ রেখে কাজ করে কাজ করতে হবে। তিনি বলেন, রাডার ক্রয় মামলায় খালাস পাওয়ায় প্রমাণিত হলো জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ কখনও কোন দূর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন না।
তার জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়ে তৎকালীন বিএনপি সরকার মিথ্যা মামলা দায়ের করে ছিলেন। তিনি আরো বলেন, আমাদের মুসলিম দেশ হিসেবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোট প্রাঙ্গণে আমরা অন্য ধর্ম থেকে ভাড়া করা গ্রীক মূর্তি স্থাপন করে ন্যায় বিচারের প্রতিক করতে চাই না। একান্তই যদি কোন কুড়াল স্থাপনের প্রয়োজন হয় তাহলে আল-কোরআনের কুড়ালই স্থাপন করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (২০এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ বাজারে উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা ও ব্যবসায়ী তাজ উদ্দিন বাবুল’র নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
এরপূর্বে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ‘সিংগেরকাছ-বৈরাগী বাজার সড়ক হইতে গোয়াহরী-দৌলতপুর সড়ক’ পাকাকরণ কাজের উদ্বোধন করেন। যাত্রাপথে বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন।
দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদর উদ্দিন’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যোগদানকারী তাজ উদ্দিন বাবুল বলেন, ধানের শীষে ভোট দিয়ে হারিয়েছি উন্নয়ন, হারিয়েছি ভালবাসা। তাই এলাকার উন্নয়নের স্বার্থে জাতীয় পার্টিতে যোগদান করেছি। নিজেদের স্বার্থেই তাই এহিয়া চৌধুরীর হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টিতে যোগদান করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, এ কে এম দুলাল, আবদুল হান্নান, জাপা নেতা শফিক আহমদ পিয়ার, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব শওকত আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা এমএ গণি ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক আয়না মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ফিরুজ আলী, দৌলতপুর ইউপি মেম্বার আবদুল মজিদ, রামপাশা ইউপি মেম্বার নাসির উদ্দিন, শামীম আহমদ, জাপা নেতা শরীফ আহমদ, রইসুল ইসলাম, প্রদীপ দেব, নোমান আহমদ, তাইম উদ্দিন, ইব্রাহিম আলী, আনর আলী, তাজ উদ্দিন, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানি, সেচ্ছাসেবক পাটির আহবায়ক আলা উদ্দিন, সেচ্ছাসেবক পার্টি নেতা স্বপন রাজ, তরুণ পার্টির আহবায়ক সুহেল মিয়া প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ovd1li
April 20, 2017 at 11:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন