নয়াদিল্লি, ৫ এপ্রিলঃ কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মনোজ সিনহা বুধবার লোকসভায় জানান, নতুন করে ডাকঘর খোলার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের।
মনোজ সিনহা বলেন, ‘সারা দেশের গ্রামাঞ্চলে নতুনভাবে ডাকঘর খোলার কোনো প্রস্তাব দেয়নি কেন্দ্র। দূরত্ব, জনসংখ্যা, আয়ের নিয়মাবলী এবং লোকবল ও পুঁজি সম্বলিত সমস্যা কমাতে বিভিন্ন গ্রামে খোলা হয়েছিল ডাকঘর।’
তিনি আরও বলেন, সমগ্র দেশের ১.৫৫ লক্ষ ডাকঘর একটি কমন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। যেসমস্ত গ্রামে ডাকঘর নেই, তারা নিকটবর্তী গ্রামের ডাকঘরের মাধ্যমে কাজ সম্পন্ন করবে। এছাড়া যেসমস্ত গ্রামে ডাকঘর অবর্তমান, সেখানে পঞ্চায়েত সঞ্চার সেবা কেন্দ্র এবং ফ্র্যানচাইজির মাধ্যমেও প্রাথমিক পোস্টাল সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকেরা।
from Uttarbanga Sambad http://ift.tt/2nK9hwL
April 05, 2017 at 08:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন