কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ মো. কামরুজ্জামান লিটন (২৯) নামের এক সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

রোববার র‌্যাব-১১ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক লিটন উপজেলার লালনগর এলাকার সৈনিক ভিলা বাড়ির মোতাহার হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে উপজেলার লালনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ৭.৬৫ মি. মি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সন্ত্রাসী লিটন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

২০১৬ সালের ১ আগস্ট দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।



from Comillar Barta™ http://ift.tt/2nOiUx4

April 02, 2017 at 10:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top