নয়াদিল্লি, ২ এপ্রিলঃ জাল রুখতে প্রতি ৩-৪ বছর অন্তর ২০০০ এবং ৫০০ টাকার নোটের সুরক্ষা চিহ্ন বদলের ভাবনা কেন্দ্রের। বিমুদ্রাকরণের পর গত চারমাসে বিপুল পরিমাণ জাল নোট ধরা পড়ায় এই পদক্ষেপের নেওয়ার কথা ভাবছে কেন্দ্র।
অনুসন্ধানকারীদের একটি বিশেষ দল জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলি পরীক্ষা করে দেখা গেছে, ২০০০ টাকার নোটগুলিতে ১৭টি সুরক্ষা চিহ্নের মধ্যে ১১টিই নকল করেছে জাল নোট নির্মাতারা।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক করা হয় যেখানে উপস্থিত ছিলেন অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা। তারা জানায়, উন্নত দেশগুলিতে প্রতি ৩-৪ বছর অন্তর নোটের সুরক্ষা চিহ্ন বদল করা হয়। ভারতেরও উচিত এই নীতি অনুসরণ করার।
২০১৬ সালে কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের এক সমীক্ষায় জানা গিয়েছিল, ভারতে ৪০০ কোটি টাকা মূল্যের জাল নোট ছড়িয়ে রয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nu1kuF
April 02, 2017 at 10:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন