মুম্বই, ২৫ এপ্রিলঃ ২৯ সেপ্টেম্বর ২০০৮-এর মাহরাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণের প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর জামিন পেলেন।
অভিযোগ, প্রজ্ঞার নামে রেজিস্টার্ড একটি এলএমএল ফ্রিডম মোটরসাইকেলে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে মারা যান কমপক্ষে ৬ জন এবং আহত অন্তত ১০১। মঙ্গলবার বম্বে হাইকোর্ট জানায়, প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় মঞ্জুর করা হয় জামিন। ৫ লক্ষ টাকার বিনিময়ে মঞ্জুর করা হয় তাঁর জামিন।
এর আগে ২০১৫ সালের নভেম্বরে প্রজ্ঞা বিশেষ এনআইএ আদালতে জামিনের আবেদন করেও তা খারিজ হয়ে যায়।
তিনি জানান, কোনোরকম চার্জশিট ছাড়াই ৮ বছর ধরে তাঁকে বন্দি রাখা হয়েছিল। ছিলনা কোনো নির্দিষ্ট প্রমাণ। ন্যাশনাল ইনভেস্টিগেটিম এজেন্সি (এনআইএ) তাঁকে ক্লিনচিট দিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2p0Fp2d
April 25, 2017 at 05:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন