ঢাকা, ২১ এপ্রিল- লাকি আখান্দ। জন্ম ১৮ জুন ১৯৫৬। বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে পারিচিত তিনি। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম সলো অ্যালবাম লাকি আখন্দ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল হ্যাপি টাচএর সদস্য। তার সংগীতায়জনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না। তিনি বর্তমানে বাংলাদেশী জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতার এর পরিচালক (সংগীত) হিসেবে কর্মরত ছিলেন। লাকী আখান্দ ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। ১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখন্দের মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে তিনি অবসর নেন। দীর্ঘদিনের বিরতি শেষে সম্প্রতি তিনি আবারো অ্যালবাম করছেন দুই বাংলাকে এক সুরে বেঁধে। পদক ১৯৬৯ সালে লাকি আকন্দ পাকিস্তানী আর্ট কাউন্সিল হতে বাংলা আধুনিক গান বিষয়শ্রেণীতে পদক লাভ করেন । আজ ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আরমালিটোলার নিজ বাসায় ফুসফুস ক্যান্সার জনিত রোগে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বসয় হয়েছিলো ৬১ বছর। তথ্যসূত্রে-উইকিপিডিয়া আর/১০:১৪/২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oczZlX
April 22, 2017 at 05:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top