ঢাকা, ২১ এপ্রিল- বুদ্ধিজীবি কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার লাকী আখান্দকে। এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গোলাম কুদ্দুছ জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য লাকী আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার প্রদান করা হবে। তিনি আরো জানান, জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে প্রয়াতের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজাবী কবরস্থানে তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এদিকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও লাকী আখন্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার নিজ বাসায় তিনি গুরুতর অসুস্থ হলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর/১০:১৪/২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p3OtUw
April 22, 2017 at 05:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top