উত্তরবঙ্গ ব্যুরো, ২৪ এপ্রিলঃ সোমবার চার দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে তিনি সোজা চলে আসবেন কোচবিহারে। বিকেল সাড়ে পাঁচটায় নেতাজি সুভাষ ইনডোর স্টেডিয়ামে তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা। বৈঠকে জেলার শিল্প সম্ভাবনা থেকে শুরু করে একশো দিনের কাজ, মিশন নির্মল বাংলা সহ একাধিক বিষয়ে পর্যালোচনা হবে। মঙ্গলবার দুপুর একটা নাগাদ অতুল রায় গোষ্ঠীর ডাকে কেপিপি-র জনসভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। বেলা তিনটে নাগাদ তিনি চকচকায় দলীয় জনসভায় যোগ দেবেন।
মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রীর মালঙ্গিতে চলে আসার কথা। ২৫ ও ২৬ এপ্রিল এখানকার বনবাংলোয় থাকবেন তিনি। কালচিনিতে প্রশাসনিক বৈঠক করা ছাড়াও বীরপাড়ায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর জন্য সাজিয়ে তোলা হয়েছে মালঙ্গি বনবাংলোকে। তাঁর জন্য থাকছে দার্জিলিং চায়ের ব্যবস্থা। সঙ্গে ভেজ পকোড়া এবং মুখ্যমন্ত্রীর বিশেষ প্রিয় মুড়ি-চানাচুর। দুপুরে মুখ্যমন্ত্রী হালকা খাবারই পছন্দ করেন। তাই শুকনো খাবার আর ফলের বন্দোবস্ত থাকছে। রাতে তাঁর মেনুতে থাকছে কাতলা মাছের ঝোল, রুটি, ভাত আর মিক্সড ভেজ। ব্রেকফাস্টে মুখ্যমন্ত্রী জন্য থাকছে দেশি মুরগির ডিম, ব্রেড-বাটার আর চা।
মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কোদালবস্তি এলাকা। এখানেই আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বনবাংলোর ৩০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2p86Ohm
April 24, 2017 at 10:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন