কলকাতা, ২৪ এপ্রিলঃ শনিবার রাতে ভালোরকম ঝড়-বৃষ্টি হয়েছিল কলকাতায়। রবিবার ম্যাচ শুরুর আগেও ঝিরঝিরে বৃষ্টি হল। কিন্তু নাইটদের ঝড়ে এভাবে ভেসে যেতে হবে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি বিরাট কোহলি। ম্যাচ শেষে তাই আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম রান অল আউট হওয়ার লজ্জাজনক রেকর্ড আরসিবি-র নামের পাশে। ১০ ওভার শেষ হওয়ার আগেই ৪৯-এ গুটিয়ে গেল বিরাট কোহলি-ক্রিস গেইল-এবি ডিভিলিয়ার্স সমৃদ্ধ বেঙ্গলুরুর ব্যাটিং লাইন আপ। সৌজন্যে কোলটার নীল (২১-৩), উমেশ যাদব (১৫-১), ওকস (৬-৩), গ্রান্ডহোম (৪-৩)।
ম্যাচের শুরুতে নাইটদের বিস্ময় ব্যাটসম্যান সুনীল নারায়ণের স্বল্প সময়ের কালবৈশাখী (১৭ বলে ৩৪) শেষ হতেই ম্যাচের রাশ হাতে নিয়ে নেয় বেঙ্গালুরু। গম্ভীর-উথাপ্পা-পাঠান-মনীশকে নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ শেষ হয়ে যায় মাত্র ১৩১ রানে। ইডেনের গ্যালারি তখন মানসিক প্রস্তুতি নিচ্ছে নাইটদের টানা তিন নম্বর হার দেখার জন্য। এমনকি কেকেআর-এর ড্রেসিং রুমও তেমনটাই ভেবে নিয়েছিল। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে সে কথা স্বীকার করেও নেন কেকেআর-এর ক্যাপ্টেন। কিন্তু উমেশদের চিন্তাভাবনাটা ছিল অন্যরকম। কোহলি-ডিভিলিয়ার্স-গেইল-কেদার ফিরে যেতেই জয়ের গন্ধ পেয়ে যায় গম্ভীর বাহিনী। বাকিটা তো ইতিহাস।
from Uttarbanga Sambad http://ift.tt/2ok6nDd
April 24, 2017 at 10:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন