প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকের উপর : নিহত ১

চৌদ্দগ্রাম প্রতিনিধি ● চৌদ্দগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ আবদুল জলিল (৪৮)। তার বাড়ি নীলফামারীর সিংড়া উপজেলার কুমারপাড়া গ্রামে। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। জলিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া এলাকায় অবস্থিত ‘শাহ সাহেব ব্রিকস্ ফিল্ড’ নামের একটি ইটভাটার শ্রমিক। এঘটনায় আরও ছয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোঃ ইব্রাহিম জানান, পাঁচজন ইটভাটা শ্রমিক মহাসড়কের নতুন রাস্তার আমানগন্ডা এলাকায় হাঁটছিল। পিছন থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকামেট্রো-খ-১২-৬০৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে আবদুল জলিল নিহত হন। অপর চার শ্রমিক ও প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এরমধ্যে গুরুতর ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



from Comillar Barta™ http://ift.tt/2oDiQS2

April 05, 2017 at 09:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top