সৌদি গিয়ে স্কার্ফ পরতে টেরেসা মে’র অস্বীকৃতি

gnfবিমান থেকে সৌদি আরবে নেমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে মাথায় স্কার্ফ পরেন নি। যেটা সেদেশে আসা বিদেশি ভ্রমণকারীদের জন্য তৈরি করা গাইডলাইনের পরিপন্থি। ওই গাইডলাইন অনুযায়ী সৌদি আরব ভ্রমণরত নারীরা সব সময় বড় ও ঢিলেঢালা পোশাকের সাথে মাথায় স্কার্ফ পরবেন।

সেই সাথে নারীদেরকে পুরো শরীর ঢেকে রাখতে বলা হয়। টেরেসা মে তার হাতের কনুই থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রেখেছিলেন।বিশ্বের ক্ষমতাবান নারীদের মধ্যে টেরেসা মে প্রথম নন যিনি সৌদি আরবের এই ড্রেস কোডকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন।

এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা সৌদি আরব ভ্রমণের সময় হেড স্কার্ফ পড়েননি। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে হিলারি ক্লিনটনও একই কাজ করেছিলেন।গত বছর জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন দের লেয়েনও স্কার্ফ পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন।টেরেসা মে’র এমন সিদ্ধান্তের বিষয়ে ডাউনিং স্ট্রিটের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে টেরেসা মে বলেছেন যে তার এই ভূমিকা আরবের নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হবে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oC982E

April 05, 2017 at 08:53PM
05 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top