রায়গঞ্জ, ১৮ এপ্রিলঃ জলে আর্সেনিকের খোঁজ মিলল উত্তর দিনাজপুরে। এই বিষজল নিয়মিত মানুষের শরীরে ঢুকলে ক্যানসারের মতো মারণব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভবনা তীব্র হয়। এবার সেই বিষাক্ত ধাতু আর্সেনিকযুক্ত পানীয় জল পাওয়া গিয়েছে চাকুলিয়া ব্লকের একাধিক নলকূপের জলে। কর্ণজোড়ায় অবস্থিত পিএইচই দপ্তরের জল পরীক্ষাগারে এই আর্সেনিক ধরা পড়েছে। জলের নমুনা ফের পরীক্ষার জন্য ব্যারাকপুর মঙ্গলপান্ডের সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। যদিও এখনও সেই রিপোর্ট আসেনি।
জেলার ইটাহারের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলে ইতিপূর্বেই ফ্লোরাইড মিলেছিল। এবার জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের চাকুলিয়ার অন্তত ৬টি গ্রামের পানীয় জলের নমুনা পরীক্ষা করে আর্সেনিকের হদিস পেয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
জনস্বাস্থ্য দপ্তরের জেলা কার্যকরী নির্বাহী বাস্তুকার প্রণব মণ্ডল বলেন, ‘স্থানীয় জল পরীক্ষাগারের রিপোর্টে ০.০১ এর বেশি মাত্রা পাওয়া গিয়েছে। তবে সেটা নিশ্চিত কিনা, তা যাচাই করতে রাজ্যের অন্যান্য পরীক্ষাগারে চাকুলিয়ার জলের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। তবে ইতিমধ্যেই গোয়ালপোখর-১ ও গোয়ালপোখর-২ অর্থাৎ চাকুলিয়ায় প্রায় ৪ হাজার মার্ক-টু-টিউবওয়েল লাগানোর কাজ চলছে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2oRrBHK
April 18, 2017 at 08:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.