এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন মালয়েশিয়ান প্রফেসরবৃন্দ

সম্প্রতি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর প্রফেসর ড. নরমা ওমার ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার কেমিষ্ট্রি বিভাগের প্রফেসর ড.মনসুর আহমেদ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় নিজস্ব মিলনায়তনে শিক্ষার্থী-শিক্ষকদের সাথে তাঁদের  মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান তাঁদের বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান। তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, লাইব্রেরী, ল্যাবরেটরী এবং বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থায়ী ক্যাম্পাস স্থল ঘুরে দেখেন। প্রফেসরবৃন্দ তাঁদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষা বিনিময় চুক্তি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উল্লেখ্য,ইতিপূর্বে ইউনিভার্সিটি টেকনোলজি মারা বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার,উপদেষ্টা, রেজিষ্ট্রার সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রেসনোটে বিষয়টি জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2oIxjJT

April 18, 2017 at 08:04PM
18 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top